ইউক্কা ফিলামেন্টেসা (Yucca Filamentesa) By অব্যর্থ মাদারটিংচার ও ভারতীয় ভেষজ
বইয়ের নাম : অব্যর্থ মাদারটিংচার ও ভারতীয় ভেষজ
লেখকঃ অধ্যাপক ডাঃ এ. কে. চাকলাদার [M.A. B.Ed, DHMS (CAL)]
পরিচয় – মরুভূমিতে জন্মে একপ্রকার গাছড়া । ইহার সরস মূল ও পাতা হতে মাদার টিংচার প্রস্তুত হয়। ইহার অপর নাম বিয়ার গ্র্যাস।
উপকারিতা – শিরঃপীড়া সহ পিত্তের রোগ এবং খিটখিটে প্রকৃতির লোকের পক্ষে উপকারী। মাথার যন্ত্রণা যেন মাথার চাঁদটি ফেটে যাচ্ছে, কপালের ধমনীগুলো দপদপ করে, নাক রক্তবর্ণ,জিহ্বা হরিদ্রাবর্ণ ও ময়লা প্রলেপযুক্ত, মুখগহ্বরে পচা ডিমের স্বাদ, লিভার স্থানে বেদনা, ঐ বেদনা পিঠ পর্যন্ত প্রসারিত হয়, মূল বাদামীবর্ণ ও পিত্ত মিশ্রিত ইত্যাদি লক্ষণে Q উপকারী। এছাড়া গনোরিয়া রোগে লিঙ্গাগ্র ত্বক স্ফীত, জ্বালা-যন্ত্রণা, লিংগমনি রক্তবর্ণ, চর্ম রক্তিম বর্ণ ইত্যাদি লক্ষণে Q ফলপ্রদ।
মাত্ৰা – Q ৪/৫ ফোঁটা করে দিনে ৩/৪ বার সেব্য।