উথানিয়া সোমনিফেরা (Withania Somnifera) By অব্যর্থ মাদারটিংচার ও ভারতীয় ভেষজ
বইয়ের নাম : অব্যর্থ মাদারটিংচার ও ভারতীয় ভেষজ
লেখকঃ অধ্যাপক ডাঃ এ. কে. চাকলাদার [M.A. B.Ed, DHMS (CAL)]
পরিচয় – বাংলায় ইহাকে অশ্বগন্ধা বলে। ছোট ছোট এক প্রকার গাছ। ইহার শিকড় হতে মাদার টিংচার প্রস্তুত হয়।
উপকারিতা – ইহার Q বাত বেদনা ও সুনিদ্রার পক্ষে উপকারী গ্রন্থি স্থান স্ফীত হলে Q উপযোগী। ইহার Q দেহের পরিপুষ্টি সাধনে প্রয়োজন। ঔষধটির নানাবিধ উপকারের কথা ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে আছে।
মাত্রা – Q ১৫/২০ ফোঁটা গরম জলে বা দুধের সঙ্গে মিশ্রিত করে প্রত্যহ সকাল বিকাল সেব্য।