এবিস ক্যানাডেনসিস (Abies Canadensis) By অব্যর্থ মাদারটিংচার ও ভারতীয় ভেষজ
বইয়ের নাম : অব্যর্থ মাদারটিংচার ও ভারতীয় ভেষজ
লেখকঃ অধ্যাপক ডাঃ এ. কে. চাকলাদার [M.A. B.Ed, DHMS (CAL)]
পরিচয় – অপর নাম পিনাস ক্যানাডেনসিস; হমলক (স্প্রুস), নাস ক্যানাডেনসিস, ক্যানাডা পিচ ইত্যাদি। প্রকান্ড এক প্রকার দেবদারু জাতীয় বৃক্ষ বিশেষ। ব্রিটেন, আমেরিকা প্রভৃতি দেশের পাহাড় অঞ্চলে ইহা জন্মে। ইহার টাটকা ছাল ও পাতা হতে মাদার টিংচার প্রস্তুত হয়।
উপকারিতা – মানব দেহের ঝিল্লী সমূহের উপর ইহার বিশেষ ক্রিয়া । ‘পাকাশয়িক লক্ষণ যেমন পেট ফাঁপা , পেটে জ্বালা পোড়া, পাকাশরিক সর্দি ইত্যাদি রোগ লক্ষণে ইহার Q বিশেষ উপকারী ।
চারিত্রিক লক্ষণ – অসাধারণ জিনিসসূমহে রুগীর অত্যন্ত স্প্র্রিহা দেখা যায়। শীত শীত ভাব অনুভূত হয়। জরায়ুর স্থানচ্যুতি রোগগ্রস্তা রমণীর ক্ষেত্ৰে পারিপোষণ ক্রিয়ার অভাব এবং শারিরীক দুর্বলতার জন্য এই লক্ষণণ্ডলো পরিষ্কার ভাবে প্রকাশ লাভ করে। শ্বাস-প্রশ্বাস এবং হৃদযন্ত্রের কষ্টকর ভাব । সর্বদাই শুয়ে থাকতে চায় । চর্ম শীতল ও চটচটে, হাত দু’টি বেশ ঠান্ডা তৎসহ মূর্ছাভাব। এই লক্ষণগুলিই প্রধান।
রোগ ও চিকিৎসা –
মাথার যন্ত্রণা – মাথায় বেদনা বোধ, টিপ টিপ করে বেদনার অনুভব, মনে হয় মাথাটা যেন হান্কা বোধ হচ্ছে, মাথায় শূন্যতা বোধ, অসস্থিকর বেদনা ইত্যাদি লক্ষণে Q বিশেষ উপকারী।
আন্ত্রিক রোগ/পেটের পীড়া – রাক্ষুসে ক্ষুধা, অথচ ভাল হজম হয় না। লিভারের গোলযোগ বর্তমান । ঢেকুর উঠে, উদরে শূন্যতা বোধ, প্রচন্ড ক্ষুধা হয় কিন্তু তেমন খেতে পারে না, মাংস খাবার খুবই ইচ্ছা, হজম করতে পারে না এমন সব খাবার খেতে চায়। পেটে জালাপোড়া ভাব, উদরে বাযু জন্মে, পেট ফাপ দেয়, অনেক সময় পেটে বায়ু সৃষ্টির জন্য হৃদপিন্ডের ক্রিয়া ব্যাহত হয়। ডান কাধে বেদনার অনুভব, কোষ্ঠকাঠিন্যের দোষ থাকে এবং শুহ্য দ্বারে জালা যন্ত্রনা ইত্যাদি লক্ষণে Q অব্যর্থ ।
জনন ইন্দ্রিয়ের রোগ – জরায়ুর স্থানচ্যুতি, জনন অংগের উপরি ভাগে বেদনার সঞ্চার এবং চাপ দিলে উপশম বোধ। দুর্বলতার ভাব অতি প্রকট, কোন কাজকর্ম করতে ভাল লাগে না, সর্বদাই শুয়ে থাকতে চায়। ডিম্বকোষে বেদনা ও দুর্বলতার ভাব। অবসন্ন বোধ ইত্যাদি লক্ষণে Q বিশেষ উপযোগী ।
জ্বর – শীত শীত ভাব সোহো কম্প দিয়ে জ্বর আসে। মনে হয় শরীরের রক্ত যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। পিঠের নিম্নদেশে হতে শীত যেন আরম্ভ হয়। দুই কাঁধের মাঝে শির শির ভাব কেউ যেন ঠান্ডা জল ঢালছে। গায়ের চামড়া দড়ি দড়ি, কোচকানো। নিশা ঘর্ম দেখা যায় ইত্যাদি লক্ষণ যুক্ত জ্বর এ Q বিশেষ উপকারী।
মাত্রা – Q ২/৩ ফোঁটা করে সামান্য জলের সঙ্গে মিশ্ৰিত করে দিনে ৪/৫ বার সেব্য। তবে প্রাপ্ত বয়স্কদের ৪/৫ ফোঁটা করে দেওয়া যেতে পারে।