ওহিমবি (Yohimbi) By অব্যর্থ মাদারটিংচার ও ভারতীয় ভেষজ
বইয়ের নাম : অব্যর্থ মাদারটিংচার ও ভারতীয় ভেষজ
লেখকঃ অধ্যাপক ডাঃ এ. কে. চাকলাদার [M.A. B.Ed, DHMS (CAL)]
পরিচয় – অপর নাম করিযেনথি ও হিমবি।
উপকারিতা – ইহার মাদার টিংচার জননেন্দ্রিয়ের উত্তেজনা সৃষ্টি করে। জনন যন্ত্র সমূহে রক্ত সঞ্চয় রোগে Q উপকারী । স্তন্য গ্রন্থি সমূহে রক্তাধিক্য জন্মায় এবং দুগ্ধ স্রাব বর্ধিত করে। রমণীদের অতিরজে খুব উপকারী। বহুক্ষণ স্থায়ী প্রবল লিঙ্গ উচ্ছাস, স্নায়বিক দুর্বলতা হেতু ধ্বজভঙ্গ, রক্তস্রাবী অর্শ, অন্ত্র হতে রক্তস্রাব, এবং মূত্রনালীর প্রদাহ খুব উপকারী। কম্পন যুক্ত জ্বর, প্রবল উত্তাপ, বমি ও বমিভাব ইত্যাদিতে Q উপকারী।
মাত্রা – ৩/৪ ফোঁটা করে দিনে ৪ বার সেব্য।