জিঞ্জিবার অফিসিনালিস(Zingiber Officinalis) By অব্যর্থ মাদারটিংচার ও ভারতীয় ভেষজ
বইয়ের নাম : অব্যর্থ মাদারটিংচার ও ভারতীয় ভেষজ
লেখকঃ অধ্যাপক ডাঃ এ. কে. চাকলাদার [M.A. B.Ed. DHMS (CAL)]
পরিচয় – শুষ্ক আদা হতে মাদার টিংচার প্রস্তুত হয়। ইহার Q শ্বাস প্রশ্বাস সম্বন্ধীয় যন্ত্র, অন্ত্র, পাকস্থলীর উপর ভালো কাজ করে।
উপকারিতা – স্বরযন্ত্রের উত্তেজনা, গলাধরা, কাশি, প্রাতঃকালীন শিরঃপীড়া, বমি, বমি ভাব ইত্যাদি লক্ষণযুক্ত ক্ষেত্রে Q বিশেষ ফলপ্রদ। পাকস্থলীর ভার বোধ যেন পাথর পোরা আছে, পেট ফাঁপা, বেদনা উদরাময় প্রভৃতি রোগে ইহার ব্যবহার প্রযোজ্য। অপরিষ্কার দূষিত জলপান করে উদরাময় হলে এবং মাতালদের বমনে ইহা উপকার করে।
মূত্ররোগ – বারবার মূত্র, মূত্রপথে হুল ফোটানো বেদনা, জ্বালা যন্ত্রণা মূত্রনালী হতে হরিদ্রাবর্ণের স্রাব, মূত্র ঘন ও ঘোলাটে, তীব্র গন্ধযুক্ত, মূত্র অবরোধ, টাইফয়েড জ্বরে মূত্র লোপ, অথবা জ্বরের পরে লোপ, মূত্র ত্যাগের পর ফোঁটা ফোঁটা চুইয়ে পড়ে ইত্যাদি রোগে লক্ষণে Q ফলপ্রদ।
শ্বাসযন্ত্রের রোগ – স্বরভঙ্গ, স্বরযন্ত্রের নিচে চিড়িক মারা বেদনা, শ্বাসক্রিয়া কষ্টকর, হাঁপানি কাশি শুষ্ক, প্রাতঃকালে প্রচুর শ্লেষ্মা উঠে ইত্যাদি লক্ষণ Q ভালো কাজ করে, হাঁপানির কষ্টকর উপসর্গগুলো সন্ধ্যা হতে বৃদ্ধি এবং রোগী শুয়ে থাকতে পারে না, বসে থাকে, বসে থাকলে একটু উপশম লাভ করে।
মাত্রা – ৪/৫ ফোঁটা করে দিনে তিন ঘন্টা অন্তর সেব্য।