জ্যানথোক্সিলাম (Xanthoxylum) By অব্যর্থ মাদারটিংচার ও ভারতীয় ভেষজ
বইয়ের নাম : অব্যর্থ মাদারটিংচার ও ভারতীয় ভেষজ
লেখকঃ অধ্যাপক ডাঃ এ. কে. চাকলাদার [M.A. B.Ed, DHMS (CAL)]
পরিচয় – অপর নাম প্রিকলি অ্যাস। একপ্রকার গুল্মের সরস ছাল হতে মাদার টিংচার প্রস্তুত হয়।
উপকারিতা – স্নায়ুমন্ডল এবং শ্লৈষ্মিক ঝিল্লীর উপর ইহার বিশেষ ক্রিয়া, উর্ধাংশের পক্ষাঘাতেও ইহার Q উপকারী। স্নায়ুশূল সহ রজ কষ্টে ইহার Q অব্যর্থ। বমি বমি ভাব সহ মাথার যন্ত্রণা এবং পেট ফাঁপা। পেটের চিন চিন করে বেদনা এবং উদরাময়। ঋতুস্রাব নিয়মিত সময়ের বহু পূর্বে এবং বেদনাকর। ডিম্বাশয়ের স্নায়ুশূল, ঋতুস্রাব ঘন এবং কালো বর্ণের।