ভাইটেক্স (Vitex) By অব্যর্থ মাদারটিংচার ও ভারতীয় ভেষজ
বইয়ের নাম : অব্যর্থ মাদারটিংচার ও ভারতীয় ভেষজ
লেখকঃ অধ্যাপক ডাঃ এ. কে. চাকলাদার [M.A. B.Ed, DHMS (CAL)]
পরিচয় – ইহার মাদার টিংচার মচকে যাওয়া, ব্যথা, শঙ্খ দেশের শিরঃপীড়া (Headache in temples) গাঁটে গাঁটে ব্যথা, তলপেটে বেদনা এবং অন্ডকোষের বেদনায় উপকারী।
মাত্রা -Q ৩/৪ ফোঁটা মাত্রায় সামান্য জলের সঙ্গে মিশ্রিত করে খালিপেটে দিনে৩/৪ বার সেব্য।