ভাইবার্নাম অপুলাস (Viburnum Opulus) By অব্যর্থ মাদারটিংচার ও ভারতীয় ভেষজ
বইয়ের নাম : অব্যর্থ মাদারটিংচার ও ভারতীয় ভেষজ
লেখকঃ অধ্যাপক ডাঃ এ. কে. চাকলাদার [M.A. B.Ed, DHMS (CAL)]
পরিচয় – অপর নাম হাই ক্রাসবেরী। এক প্রকার সরস গাছের মূলের ছাল হতে মাদার টিংচার প্রস্তুত হয়।
উপকারিতা – খিল ধরা বেদনার অব্যার্থ ঔষধ। বাধক এবং পালট বেদনায় উপকারী। ডিম্বাশয় ও জরায়ুর আপেক্ষিক বেদনা ও রক্ত সঞ্চয় বা রক্তাধিক্যেও উপকারী। ঋতু অনেক বিলম্বে হয় এবং স্রাবের পরিমাণ অল্প মাত্র কয়েক ঘণ্টা স্থায়ী অত্যন্ত দুর্গন্ধ। তলপেটে কোমরে ও পাছায় বেদনা উরু পর্যন্ত নামে ইত্যাদি লক্ষণ Q উপকারী।
মাত্রা – Q ৫/৬ ফোঁটা করে দিনে ৪/৫ বার সেব্য।