ভাইবার্নাম প্রুনিফোলিয়াম (Viburnum Prunifolium) By অব্যর্থ মাদারটিংচার ও ভারতীয় ভেষজ
বইয়ের নাম : অব্যর্থ মাদারটিংচার ও ভারতীয় ভেষজ
লেখকঃ অধ্যাপক ডাঃ এ. কে. চাকলাদার [M.A. B.Ed, DHMS (CAL)]
পরিচয় – একপ্রকার সরস গাছের পাকা ফল হতে মাদার টিংচার প্রস্তুত হয়। অপুলাস এবং প্রুনিফোলিয়াম ওষুধ দুটির ক্রিয়ার প্রায় এক এবং একটি মূলের ছাল হতে প্রস্তুত অপরটি সেই গাছের পাকা ফল হতে প্রস্তুত। ইহার Q গর্ভস্রাব নিবারণ করে। শীঘ্র শীঘ্র বেদনার উপসম হয় ও রক্তস্রাব নিবারিত হয় জরায়ু স্বাভাবিক হয়। প্রাতঃকালীন বমি, বন্ধ্যা রমণীদের ঋতু গোলযোগ তৎসহ জরায়ুর স্থানচ্যুতি ইত্যাদি ক্ষেত্রে Q উপকারী।
মাত্রা – ৪/৫ ফোটা করে সামান্য জলসহ দিনে ৪/৫ বার সেব্য।