ভারবিনা অফিসিনালিস (Verbena Officinalis) By অব্যর্থ মাদারটিংচার ও ভারতীয় ভেষজ
বইয়ের নাম : অব্যর্থ মাদারটিংচার ও ভারতীয় ভেষজ
লেখকঃ অধ্যাপক ডাঃ এ. কে. চাকলাদার [M.A. B.Ed, DHMS (CAL)]
পরিচয় – ইউরোপের এক প্রকার গাছড়া হতে মাদার টিংচার প্রস্তুত হয়। থেঁতলানো স্থানের ব্যথা উপশমে Q অব্যর্থ। মৃগী রোগের মূল্যবান ঔষধ। মৃগীরোগে Q রোগীর মানসিক শক্তি সতেজ করে তোলে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।
মাত্রা – Q ৫/৬ ফোটা করে সামান্য জলের সঙ্গে দিনে ৪ বার সেব্য।