ভায়োলা অডোরেটা (Viola Odorata) By অব্যর্থ মাদারটিংচার ও ভারতীয় ভেষজ
বইয়ের নাম : অব্যর্থ মাদারটিংচার ও ভারতীয় ভেষজ
লেখকঃ অধ্যাপক ডাঃ এ. কে. চাকলাদার [M.A. B.Ed, DHMS (CAL)]
পরিচয় – অপর নাম ভায়োলেট। এক প্রকার ক্ষুদ্র জাতীয় গাছ হতে ইহার মাদার টিংচার প্রস্তুত হয়।
উপকারিতা – কানের মধ্যে তীব্র বেদনা, শোঁ শোঁ শব্দ এবং কানের ভিতরে পুজ, ধীরে ধীরে কালা হয়ে যাবার উপক্রম ইত্যাদি ক্ষেত্রে Q উপকারী। বালক বালিকাদের কৃমি রোগ এবং মৌমাছির কামড়ে ইহার ব্যবহার উপযোগী শরীরের উর্ধাংশে ডান দিকে বাত হলে এবং সাদা দুধের মত প্রসাব তাতে কটু গন্ধ থাকলে ইহাতে উপকার। হাতের কব্জি ও করতলাস্থির সন্ধি সমূহের বেদনায় Q ফলপ্রদ।
মাত্রা – Q ৩/৪ ফোঁটা করে সামান্য জলের সঙ্গে দিনে ৪/৫ বার সেব্য।