ভিনকা মাইনর (Vinca Minor) By অব্যর্থ মাদারটিংচার ও ভারতীয় ভেষজ
বইয়ের নাম : অব্যর্থ মাদারটিংচার ও ভারতীয় ভেষজ
লেখকঃ অধ্যাপক ডাঃ এ. কে. চাকলাদার [M.A. B.Ed, DHMS (CAL)]
পরিচয় – অপর নাম লেসার পেরিউইনফিল। এক প্রকার ক্ষুদ্র জাতীয় গাছ হতে মাদার টিংচার প্রস্তুত হয়।
উপকারিতা – একপ্রকার একজিমা জাতীয় চর্ম পীড়া, মাথায় একজিমা, অত্যন্ত চুলকায়, দুর্গন্ধ রস নির্গত, রসে চুল জটা বাধা। চুল জড়িয়ে যায়। মুখে একজিমা ইত্যাদিতে Q উপকারী। ফাইব্রয়েড টিউমার হতে রক্তস্রাব, অত্যন্ত অধিক পরিমাণ মাসিক রজঃস্রাব, ঋতু স্রাব বন্ধ হবার বয়সে অনবরত রক্ত স্রাব ইত্যাদিতে Q উপকারী। নাকে ক্ষত, গলায় ব্যথা, ঢোক গিলতে কষ্ট হয় এবং ডিপথেরিয়ার লক্ষণেও প্রযোজ্য।
মাত্রা – Q ৩/৪ ফোঁটা করে দিনে ৪ বার সেব্য।