ভিস্কাম এলবাম (Viscum Album) By অব্যর্থ মাদারটিংচার ও ভারতীয় ভেষজ
বইয়ের নাম : অব্যর্থ মাদারটিংচার ও ভারতীয় ভেষজ
লেখকঃ অধ্যাপক ডাঃ এ. কে. চাকলাদার [M.A. B.Ed, DHMS (CAL)]
পরিচয় – অপর নাম মিষ্টিলেটা। চিরহরিৎ একপ্রকার পরগাছা বিশেষ। ইহার ফল ও পত্র হতে মাদার টিংচার প্রস্তুত হয়।
উপকারিতা – ইহার মাদার টিংচার বাত, গেঁটেবাত, প্রমেহ, প্রমেহ জনিত বাত, স্নায়ুশূল, উভয় দিকের সায়েটিকা, বাতরোগে আক্রান্ত ব্যক্তির হাঁপানি কাশি, হৃদপিন্ডের ভালভের রোগ, শ্বাসকষ্ট, বামদিকে শুইতে পারে না, বুক অত্যন্ত ভারী বোধ এবং উচ্চ রক্তচাপ প্রভৃতি রোগে বিশেষ উপকারী। বাম কর্ণের বধিরতায় Q অব্যর্থ।
মাত্রা – Q ৪/৫ ফোঁটা করে দিনে ৪ বার সেব্য।