ভেরেট্রাম ভিরিডি (Veratrum Viride) By অব্যর্থ মাদারটিংচার ও ভারতীয় ভেষজ
বইয়ের নাম : অব্যর্থ মাদারটিংচার ও ভারতীয় ভেষজ
লেখকঃ অধ্যাপক ডাঃ এ. কে. চাকলাদার [M.A. B.Ed, DHMS (CAL)]
পরিচয় – অপর নাম হেলোনিয়াস ভেরিডিস, আমেরিকান হেলে বোর। একপ্রকার চারা গাছের শিকড় হতে মাদার টিংচার প্রস্তুত হয়।
উপকারিতা – জ্বরের উত্তাপ যখন বৃদ্ধি পায়, ১০৪°/১০৫°/১০৬° পর্যন্ত উঠে তখন ইহার Q প্রয়োগ করলে উত্তাপ হ্রাস পায়। অঙ্গ-প্রত্যঙ্গে বেদনা, তরুণ বাত রোগ, জ্বর, রক্ত প্রধান ধাতু ব্যক্তির পক্ষে উপকারী।
মাত্রা – Q ৩/৪ ফোঁটা করে দিনে ৪ বার সেব্য।