ভেসিকারিয়া কম্যুনিস (Vesicaria Communis)
বইয়ের নাম : অব্যর্থ মাদারটিংচার ও ভারতীয় ভেষজ
লেখকঃ অধ্যাপক ডাঃ এ. কে. চাকলাদার [M.A. B.Ed, DHMS (CAL)]
ইহার মাদার টিংচার মূত্রযন্ত্র এবং মূত্র গ্রন্থির অতি মূল্যবান ঔষধ। মূত্রনালী বরাবর ও মূত্রাশয়ে চিরিক মারা জ্বালা যন্ত্রণা তথ্যসহ পুনঃ পুনঃ মূত্র বেগ বা মূত্র কষ্ট ইত্যাদি ক্ষেত্রে Q অব্যর্থ।
মাত্রা – Q ১০/১৫ ফোঁটা করে দিনে ৪ বার সেব্য।